আজই পদত্যাগ করছেন রুবিয়ালেস
প্রকাশিত হয়েছে : ২৫ আগস্ট, ২০২৩ ২:১৯ অপরাহ্ণ | সংবাদটি ৮৪ বার পঠিত
প্রান্তডেস্ক:রয়েল স্পেনিশ ফুটবল ফেডারেশনের সভাপতি লুইস রুবিয়ালেস আজ পদত্যাগ করছেন। বলা যায় তিনি পদত্যাগ করতে বাধ্য হচ্ছেন। গত রবিবার অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত মহিলা বিশ্বকাপ ফুটবলের ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে স্পেন চ্যাম্পিয়ন হওয়ার পর পুরস্কার বিতরনী অনুষ্ঠানে দলের খেলোয়াড় জেনি হার্মোসোর ঠোটে চুমু দেন রুবিয়ালেস। তখন থেকেই সমালোচনার মুখে পরেন রুবিয়ালেস। প্রথমে বিষয়টিকে তেমন গুরুত্ব দেননি তিনি। কিন্তু ক্রমশ তার সমালোচনা বাড়তে থাকে এবং এক পর্যায়ে ফিফা তার বিরুদ্ধে তদন্ত করার কথা ঘোষণা করে।
রুবিয়ালেস এর পর নিজের সাফাই গেয়ে একটি বিবৃতি দেয় এবং অনেক পরে দুঃখ প্রকাশ করে। হার্মোসো এক বিবৃতিতে জানান রুবিয়ালেসের কান্ডে তিনি বিব্রত। তার ইচ্ছার বিরুদ্ধেই সভাপতি কান্ডটি ঘটিয়েছেন। তিনি মনে করেন এমন ঘটনা ঘটানোর পর রুবিয়ালেসের শাস্তি থেকে নিস্তার পাওয়া উচিত হবে না।
এর পর বৃহস্পতিবার ফুটবল ফেডারেশনের আঞ্চলিক কমিটির কর্মকর্তা একটি সভায় মিলিত হন এবং সেখানেই তারা ঠিক করেন যে এমন কান্ড ঘটনার পর রুবিয়ালেসের আর সভাপতি পদে থাকার নৈতিক অধিকার নেই। তার পরই রুবিয়ালেসকে শুক্রবারের মধ্যে পদত্যাগের নির্দেশ দেয়া হয়। তার উত্তরসূরী হিসেবে এক্সট্রেমাদুরা ফুটবল ফেডারেশন এর প্রধান পেড্রো রোচা এবং আন্দালুসিয়া ফেডারেশনের প্রধান পাবলো লোজানোর নাম শোনা যাচ্ছে।