মাসুদা ভাট্টি ও শহীদুল আলম নতুন তথ্য কমিশনার
মাসুদা ভাট্টি ও শহীদুল আলম। ছবি: সংগৃহীত
প্রান্তডেস্ক:সাংবাদিক মাসুদা ভাট্টি এবং অবসরপ্রাপ্ত বিচারক শহীদুল আলম ঝিনুক তথ্য কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন।তথ্য অধিকার আইন অনুযায়ী রাষ্ট্রপতি তাদের এ নিয়োগ দিয়েছেন। পাঁচ বছরের জন্য এই পদে তারা নিয়োগ পেয়েছেন।বৃহস্পতিবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
সাংবাদিক মাসুদা ভাট্টি সাবেক তথ্য কমিশনার সুরাইয়া বেগমের স্থলাভিষিক্ত হয়েছেন।আর আগের তথ্য কমিশনার ড. আবদুল মালেক প্রধান তথ্য কমিশনার হিসেবে নিযুক্ত হওয়ায় তথ্য কমিশনারের আরেকটি শূন্য পদে নিযুক্ত হয়েছেন শহীদুল আলম ঝিনুক।
নতুন তথ্য কমিশনার শহীদুল আলম ঝিনুক দশম বিসিএস কর্মকর্তা হিসেবে ১৯৯১ সালে বিচার বিভাগে যোগ দেন এবং সিনিয়র জেলা ও দায়রা জজ হিসেবে দায়িত্ব পালন করেন। গত জানুয়ারিতে তিনি অবসরোত্তর ছুটিতে যান।আর মাসুদা ভাট্টি দৈনিক আমাদের অর্থনীতি পত্রিকার নির্বাহী সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন।