বড়লেখাউপজেলার সুজানগর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি গ্রেপ্তার
প্রান্তডেস্ক:মৌলভীবাজারের বড়লেখায় সুজানগর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. দেলোয়ার হোসেন সাঈদকে (৩৭) গ্রেপ্তার করেছে পুলিশ।সাঈদ সুজানগরইউনিয়নের তেরাকুড়ি গ্রামের ফয়েজ আলীর ছেলে।মঙ্গলবার (২২ আগস্ট) দিবাগত রাত দেড়টায় বড়লেখা থানা পুলিশ অভিযান চালিয়ে তার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে।বড়লেখা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ফরিদ উদ্দিনের নেতৃত্বে অভিযানে অংশ নেন সেকেন্ড অফিসার হাবিবুর রহমান পিপিএম, এসআই জাহেদ আহমদ, এসআই আতাউর রহমান প্রমুখ।
পুলিশ জানায়, দেলোয়ার হোসেন সাঈদ সুজানগর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও উপজেলা জামায়াতের দায়িত্বশীল। সাঈদ বড়লেখা থানার একটি পুলিশ অ্যাসল্ট মামলার আসামি।
বিষয়টি নিশ্চিত করে বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়ারদৌস হাসান বলেন, ‘তাকে (সাঈদকে) বুধবার আদালতের মাধ্যমে মৌলভীবাজার জেলা কারাগারে পাঠানো হয়েছে।