- প্রচ্ছদ
- জাতীয়
- জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব হলেন নুরুল আলম
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব হলেন নুরুল আলম
প্রকাশিত হয়েছে : ২৩ আগস্ট, ২০২৩ ৬:০৬ অপরাহ্ণ | সংবাদটি ৪৫ বার পঠিত
প্রান্তডেস্ক:জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব ড. খায়রুজ্জামান মজুমদারকে অর্থ বিভাগের সচিব পদে বদলি করা হয়েছে। অপর এক আদেশে বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব মো. নুরুল আলমকে প্রমোশন দিয়ে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব করা হয়েছে।বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত গেজেট প্রকাশ করেছে। যা আগামী ২৮ আগস্ট থেকে এই আদেশ কার্যকর হবে।
খায়রুজ্জামান মজুমদার এর আগেও অর্থ বিভাগে অতিরিক্ত সচিব হিসেবে কর্মরত ছিলেন। সেখান থেকে প্রমোশন দিয়ে চলতি বছরের জানুয়ারিতে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব করা হয়।