বিএনপির সময় ও ৭১ টিভি বয়কটে অ্যাটকোর উদ্বেগ
প্রকাশিত হয়েছে : ২২ আগস্ট, ২০২৩ ৫:৩২ অপরাহ্ণ | সংবাদটি ৩১ বার পঠিত
প্রান্তডেস্ক:বিএনপির পক্ষ থেক আনুষ্ঠানিকভাবে বেসরকারি সম্প্রচার মাধ্যম সময় টিভি ও একাত্তর টিভিকে বয়কটের ঘোষণায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বেসরকারি টেলিভিশন চ্যানেল মালিকদের সংগঠন এসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স (অ্যাটকো)।আজ (২২ আগস্ট) সংগঠনটির সভাপতি অঞ্জন চৌধুরী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ উদ্বেগের কথা জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য দিয়ে সময় টিভি এবং ‘৭১ টিভি’কে বয়কটের ঘোষণা দেয়া হয়েছে। এসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স (অ্যাটকো) মনে করে এ ধরনের ঘোষণা গণমাধ্যমের স্বাধীনতার জন্য হুমকিস্বরূপ। তাই অ্যাটকো এ ব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ করছে এবং প্রতিবাদ জানাচ্ছে। ভবিষ্যতে এ ধরনের পদক্ষেপ থেকে বিরত থাকতে অ্যাটকো সকল রাজনৈতিক সংগঠনের প্রতি আহ্বান জানাচ্ছে।