খবরটি ভুয়া : চুন্নু
প্রান্তডেস্ক:জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে বিরোধী দলীয় নেতা ও দলের প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদের কথা গণমাধ্যমে প্রকাশিত হলেও এটাকে ভুয়া বলে দাবি করছেন দলের মহাসচিব মুজিবুল হক চুন্নু। চুন্নু বলছেন, গঠনতন্ত্র অনুযায়ী এভাবে কারও চেয়ারম্যান হওয়ার সুযোগ নেই।
আজ মঙ্গলবার (২২ আগস্ট) দুপুরে একটি প্রেস বিজ্ঞপ্তির ওপর ভিত্তি করে দেশের বিভিন্ন গণমাধ্যমে রওশন এরশাদের জাতীয় পার্টির চেয়ারম্যান হওয়ার খবর প্রকাশিত হয়।
এ প্রসঙ্গে চুন্নু বলেন, গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে একটি নিউজ এসেছে, যে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপিকে অব্যাহতি দেওয়া হয়েছে, এটি একটি ফেক নিউজ।
দলটিতে এতদিন ধরে চেয়ারম্যানের দায়িত্ব পালন করা জি এম কাদের ভারত সফরে রয়েছেন। গত রবিবার (২০ আগস্ট) তিনি দিল্লির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।ফলে তার অনুপস্থিতিতে দলের চেয়ারম্যান পদে পরিবর্তনের খবরটি নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা হচ্ছে।