জননেতা মনির উদ্দীন মাষ্টার আর নেই
প্রকাশিত হয়েছে : ২২ আগস্ট, ২০২৩ ১:৫৫ অপরাহ্ণ | সংবাদটি ৪৩ বার পঠিত
প্রান্তডেস্ক: জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদপ্রতিষ্ঠাকালীন, জাসদ সিলেট জেলা শাখার প্রথম সাত সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির সদস্য, জাতীয় কৃষক লীগের সিলেটজেলা ও কেন্দ্রীয় কমিটির দায়িত্বশীল ,সিলেট জেলা জাসদ’র বিভিন্ন দায়িত্ব নিষ্ঠার সাথে পালনকারীওদীর্ঘদিন কারাবরণকারী জননেতা,,গোয়াইনঘাট উপজেলাররুস্তুমপুর ইউনিয়নের জননন্দিত সাবেক চেয়ারম্যান, প্রখ্যাত কলামিষ্ট,জেএসডি কেন্দ্রীয় কমিটিরদায়িত্বশীলনেতামনিরউদ্দিন(মনিরমাষ্টার)আরনেই। ।২২আগষ্ট(২১আগষ্ট)রাত৩টা৪০মিনিটেসিলেট মহানগরীর একটি বেসরকারী মেডিকেল কলেজ হাসপতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন।(ইন্নালিল্লাহি….. রাজিউন) ।