পাহাড়ি ঢলে হবিগঞ্জে ফুঁসে উঠছে নদ-নদীর পানি
রবিবার বিকেল ৩টা পর্যন্ত খোয়াই, কালনি, কুশিয়ারা ও ধলেশ্বরীসহ সকল নদ-নদীর পানি বিপৎসীমা ছুঁই ছঁই করছে। যদিও নদীগুলোর কোন স্থানেই পানি বিপৎসীমা অতিক্রম করেনি। তবে বৃষ্টি হলেই বাড়ছে পানির গতিবেগ।
তবে হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ড বলছে, বৃষ্টিপাত এভাবে অব্যাহত থাকলে দ্রুত বিপৎসীমা অতিক্রম করবে। এদিকে, হঠাৎ করে গত দুই-তিন দিনের বৃষ্টিতে এভাবে পানি বাড়ার ফলে নদী পারের মানুষদের মধ্যে বিরাজ করছে আতঙ্ক।
হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শামিম হাসনাইন মাহমুদ জানিয়েছেন, খোয়াই নদীর বাল্লা পয়েন্টে বিপৎসীমার ২১.০৯, শায়েস্তাগঞ্জ পয়েন্টে ৯.০২, মাছুলিয়া পয়েন্টে ৭ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এছাড়া কুশিয়ারা নদীর শেরপুর পয়েন্টে ৯.৯২, মার্কুলি পয়েন্টে ৫.৫২ ও আজমিরীগঞ্জ পয়েন্টে ৪.৫৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
আবহাওয়া অফিসের বরাত দিয়ে পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা জানান, রবিবার বিকেল পর্যন্ত হবিগঞ্জে বৃষ্টিপাত রেকর্ড হয়েছে ৪১ মিলিমিটার, যা শনিবার ছিল ১২৮ মিলিমিটার। আগামী ৪৮ ঘণ্টা ভারি বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলেও জানান তিনি।