ব্রেন টিউমার মানেই ক্যানসার?
প্রকাশিত হয়েছে : ৮ জুন, ২০২৩ ২:১৪ অপরাহ্ণ | সংবাদটি ১১৪ বার পঠিত

প্রান্তডেস্ক: ব্রেন টিউমার মানেই অনেকে ভাবেন মস্তিষ্কে ক্যানসার হয়েছে। কিন্তু টিউমার মানেই সবসময় ক্যানসার নয়। বরং কিছু কিছু টিউমার থেকে ক্যানসার হতে পারে। কিন্তু সব টিউমার থেকে ক্যানসার হয় না। ব্রেন টিউমার শুধু বড়দেরই হয়? অনেকেরই ধারণা, ব্রেন টিউমার শুধু বড়দেরই হয়। কিন্তু প্রকৃতপক্ষে দেখা গিয়েছে, ছোটরাও এই রোগে আক্রান্ত হতে পারে। বিশেষজ্ঞদের কথায়, এই রোগে আক্রান্তদের মধ্যে ৩.৯ শতাংশ রোগীর বয়স ১৪ বছরের নিচে। মোবাইল ফোন ব্রেন টিউমারের আশঙ্কা বাড়ায়? মোবাইল ফোনের ব্যবহার ব্রেন টিউমারের আশঙ্কা বাড়িয়ে দিতে পারে, এর কোনো সঠিক বৈজ্ঞানিক প্রমাণ নেই। তবে দীর্ঘ বিকিরণের ফলে স্বাস্থ্যের ওপর মোটের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

