‘বাসাবাড়িতে কাজ করায় ইভিএমে আঙুলের ছাপ মিলছে না’
প্রান্তডেস্ক: ধীরগতিতে চলছে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ। ভোটাররা ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) ব্যবহার না জানায় ভোট দিতে দেরি হচ্ছে। অনেক ভোটারের আঙুলের ছাপ মেশিনে না মেলার কারণে ভোট দিতে দেরি হচ্ছে।
কাশেমপুর থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পানিশাইল কেন্দ্র আওয়ামী লীগের আহ্বায়ক শওকত ইমাম বলেন, সার্ভার সমস্যার কারণে নারী ভোটাররা অনেক কিছু বুঝতে পারছেন না। তাই ভোট দিতে তাদের সহযোগিতা করছি।
তিনি বলেন, এই কেন্দ্রের সবাই নারী ভোটার। তারা বাসাবাড়িতে কাজ করেন। মাছ কাটাসহ বিভিন্ন কাজ করার কারণে তাদের অনেকের আঙুলের ছাপ মিলছে না। তাই বারবার মেশিনে চাপ দিতে হচ্ছে। এ কারণে ভোটগ্রহণ বিলম্ব হচ্ছে।
এদিকে ১নং ওয়ার্ডের পানিশাইল উচ্চ বিদ্যালয়কেন্দ্রে জায়েদা খাতুনের এজেন্ট পাওয়া যায়নি। এই কেন্দ্রের বিভিন্ন প্রার্থীর এজেন্টরা নৌকার সমর্থকদের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ জানিয়েছেন।
এখানকার হাত পাখা প্রতীকের কাউন্সিলর প্রার্থী গাজী আতাউরের এজেন্ট আবু সাঈদ অভিযোগ করেন, এখানে ইভিএম খুবই ধীরগতিতে কাজ করছে। নৌকা প্রতীকের লোকজন ভোটারদের ওপর চাপ প্রয়োগ করছেন। সার্ভার সমস্যার কারণে ভোট প্রয়োগ করতে সমস্যা হচ্ছে। যারা ভোট দিতে সমস্যায় পড়ছেন তাদের সহযোগিতার নামে নৌকার লোকজন এসে নৌকার প্রতীকে ভোট কাস্ট করাচ্ছেন।
পানিশাইল উচ্চ বিদ্যালয় দুটি ভোটকেন্দ্র। একটি ভোটকেন্দ্রের প্রিসাইডিং অফিসার আবদুল আজিজ জানান, এখানে মোট ভোটার ১৭০৯। বেলা ১১টা পর্যন্ত ৩৬৫টি ভোট কাস্ট হয়েছে।
অপর প্রিসাইডিং অফিসার শেখ আরাফাতুল ইসলাম নিহাদ বলেন, এই কেন্দ্রের ১৯২২টি ভোটের মধ্যে বেলা ১১টা পর্যন্ত ৪৬০টি ভোটগ্রহণ করা হয়েছে। ইভিএমের কারণে ভোট স্লো হচ্ছে বলেও তিনি জানান।