আজ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৪তম জন্মবার্ষিকী আজ
প্রকাশিত হয়েছে : ২৫ মে, ২০২৩ ১১:১২ পূর্বাহ্ণ | সংবাদটি ১৭ বার পঠিত
প্রান্তডেস্ক:শোষণ-বঞ্চনার বিরুদ্ধে আজীবন সংগ্রামী জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৪তম জন্মদিন আজ। বিদ্রোহী, প্রেমিক, ট্র্যাজিক নায়ক, বাঙালি কল্পলোকের মহানায়কের আসনটি তারই দখলে। শৈশব-কৈশোর-তারুণ্যে জীবনের পরোতে পরোতে সংগ্রাম করতে গিয়ে নজরুল জড়িয়েছিলেন নানা পেশায়। মাত্র ২৩ বছর সাহিত্যিক জীবনে কাজী নজরুল রচনা করেছেন প্রায় তিন হাজার গান। লিখেছেন অসংখ্য কবিতা, ছোটগল্প, উপন্যাস।
ক্ষণজন্মা এ প্রতিভার জন্ম ১৮৯৯ সালের ২৫ মে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোলের চুরুলিয়া গ্রামে। বাবা কাজী ফকির আহমেদ ও মা জাহেদা খাতুনের ঘরে দুঃখ-দারিদ্র্য নিত্যসঙ্গী ছিল বলে তার ডাকনাম ছিল দুখু মিয়া।
১৯৩০ সালে তার প্রাণপ্রিয় পুত্র অরিন্দম খালিদ বুলবুলের মৃত্যুতে মুষড়ে পড়েন নজরুল। তখন আরো বেশি আশ্রয় খোঁজেন সঙ্গীতে। পরের ১২ বছরে সৃষ্টি করেন তিন হাজারেরও বেশি কালজয়ী গান ও গজল। শেষ বয়সে বাকশক্তির সাথে স্মৃতিশক্তি হারান কবি।
মুক্তিযুদ্ধের পর ১৯৭২ সালে বঙ্গবন্ধু সরকারের আমন্ত্রণে সপরিবারে বাংলাদেশে আনা হয় গানের এ বুলবুলকে। রাষ্ট্রীয়ভাবে পালন করা হয় কবির ৭৪তম জন্মদিন। ১৯৭৪ সালে কাজী নজরুল ইসলামকে ঘোষণা করা হয় জাতীয় কবি।