বৈশ্বিক সমস্যা বৃদ্ধির মূল কারণ জি৭: রাশিয়া
প্রকাশিত হয়েছে : ২২ মে, ২০২৩ ৩:০৮ অপরাহ্ণ | সংবাদটি ৬৫ বার পঠিত
তাস, রয়টার্স::গ্রুপ অফ সেভেনের (জি৭) কার্যক্রম বিশ্বব্যাপী সমস্যা বৃদ্ধির একটি মূল কারণ কারণ তারা উন্নয়নের অন্যান্য কেন্দ্রের স্বার্থকে প্রতিফলিত করতে পারে না। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় রোববার এ মন্তব্য করেছে।
‘এটা সুস্পষ্ট যে সাতটি গ্রুপ বৈশ্বিক সমস্যা বৃদ্ধির একটি প্রধান কারণ। তারা উন্নয়নের অন্যান্য কেন্দ্রের স্বার্থের প্রতিনিধিত্ব করতে পারে না, বিশেষ করে এশিয়া প্যাসিফিক অঞ্চল, দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্য, আফ্রিকা এবং ল্যাটিন আমেরিকার দেশগুলোর,’ বিবৃতিতে বলা হয়েছে।
এর আগে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেন, জি৭ এর নেতারা ‘নিজেদের শ্রেষ্ঠত্ব’ বজায় রাখতে রাশিয়া ও চীনকে ‘বাধা’ দেয়ার কর্মসূচি হাতে নিয়েছে।
চীনও জি৭ নেতাদের বিরুদ্ধে ‘আন্তর্জাতিক শান্তি বিঘ্নিত করার’ অভিযোগ এনেছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এ সংগঠনের ‘নিজের ব্যবহার ও তা পরিবর্তনের ওপর’ নজর দেয়া প্রয়োজন।