জি-৭ সম্মেলনের কাছে যুদ্ধবিরোধী বিক্ষোভ
যুদ্ধবিরোধী মিছিল
প্রান্তডেস্ক: জাপানের হিরোশিমায় জি-৭ সম্মেলন স্থলের কাছে যুদ্ধবিরোধী মিছিল হয়েছে। নেতারা যেখানে আছেন সেখান থেকে কয়েক ধাপ দূরে বিক্ষোভকারীরা যুদ্ধবিরোধী স্লোগান দেন। খবর-বিবিসি
শুক্রবার সকালে বিশ্বের সাত ধনী রাষ্ট্রের শীর্ষ নেতারা বার্ষিক বৈঠকে মিলিত হন। তার পাশে বিক্ষোভকারীরা ‘কোনো যুদ্ধ নয়’ স্লোগান দিতে থাকেন।তারা মুখোশ ও রেইনকোট পরে ছিলেন। এ সময় পুলিশ তাদের ঘিরে রাখে।

জি-৭ গ্রুপের সবাই পারমাণবিক অস্ত্রধর রাষ্ট্র, অথবা পারমাণবিক শক্তির দেশগুলোর সঙ্গে চুক্তিবদ্ধ।
এদিকে সম্মেলনের আগে দ্বিতীয় বিশ্বযুদ্ধে পরমাণু বোমা হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানান জোটের নেতারা। তারা পিস পার্ক মেমোরিয়াল পরিদর্শন এবং সেখানে পুষ্পস্তবক অর্পণ। ১৯৪৫ সালের এই যুদ্ধে ১ লাখ ৪০ হাজার মানুষ মানুষ মারা গিয়েছিল।