শহীদ মিনারে পঙ্কজ ভট্টাচার্যের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা
![]()
প্রান্তডেস্ক: কেন্দ্রীয় শহীদ মিনারে ঐক্য ন্যাপের সভাপতি ও বাংলাদেশের মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক পঙ্কজ ভট্টাচার্যের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন সর্বস্তরের মানুষ।
আজ মঙ্গলবার শমরিতা হাসপাতালের মর্গ থেকে পঙ্কজ ভট্টাচার্যের মরদেহ শহীদ মিনারে চত্বরে নেওয়া হয়। এরপর পঙ্কজ ভট্টাচার্যের প্রতি শ্রদ্ধা জানায় বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন।পরে ঢাকা জেলা রেজিস্ট্রেট হেদায়েতুল ইসলামের নেতৃত্বে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। তারপর পঙ্কজ ভট্টাচার্যের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর একে একে বিভিন্ন রাজনৈতিক দল তাকে শ্রদ্ধা জানান।
পঙ্কজ ভট্টাচার্যের প্রতি গার্ড অব অনার দেওয়া হচ্ছে
শ্রদ্ধা নিবেদনের পর রাজধানীর পোস্তগোলা মহাশশ্মানে তার শেষকৃত্য সম্পন্ন হবে।রোববার রাতে রাজধানীর হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ করেন পঙ্কজ ভট্টাচার্য।

