পঙ্কজ ভট্টাচার্যের মৃত্যুতে জেএসডির শোক
প্রকাশিত হয়েছে : ২৪ এপ্রিল, ২০২৩ ৪:৪৫ অপরাহ্ণ | সংবাদটি ৯৫ বার পঠিত

প্রান্তডেস্ক: প্রবীণ রাজনীতিবিদ ও ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্যের মৃত্যুতে গভীর শোক জানিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি। সোমবার জেএসডি সভাপতি আ স ম আবদুর রব ও সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন পঙ্কজ ভট্টাচার্যের মৃত্যুতে শোক জানিয়ে বিবৃতি দেন।
বিবৃতিতে তারা বলেন, ‘গণমানুষের মুক্তি সংগ্রামে পঙ্কজ ভট্টাচার্য ইতিহাসের উজ্জ্বল ব্যক্তিত্ব। তিনি ১৯৬৬ সালেই স্বাধীন বাংলা ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত হয়ে কারারুদ্ধ হন। ষাটের দশক থেকে শুরু করে মুক্তিযুদ্ধ এবং পরবর্তী সময়ে সকল আন্দোলন সংগ্রামে তিনি প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন। সমগ্র জীবন উৎসর্গ করেছেন দেশ মাতৃকার তরে, পদ পদবী বা ক্ষমতা লাভের সুবিধাভোগী রাজনীতি কখনো তাকে স্পর্শ করতে পারেনি।’
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, ‘তার মৃত্যু গণমানুষের মুক্তির রাজনীতিকে দারুণভাবে ক্ষতিগ্রস্ত করবে। আমরা তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সহানুভূতি জ্ঞাপন করছি।’

