পঙ্কজ ভট্টাচার্যের মৃত্যুতে নতুন রাষ্ট্রপতির শোক
প্রকাশিত হয়েছে : ২৪ এপ্রিল, ২০২৩ ৩:৫৮ অপরাহ্ণ | সংবাদটি ৯০ বার পঠিত
![]()
পঙ্কজ ভট্টাচার্য ও মো. সাহাবুদ্দিন
প্রান্তডেস্ক: প্রবীণ রাজনীতিবিদ পঙ্কজ ভট্টাচার্যের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
রাষ্ট্রপতি প্রয়াত পংকজ ভট্টাচার্যের বিদেহী আত্মার শান্তি কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য বেশকিছু দিন ধরে অসুস্থ ছিলেন। নিউমোরিয়ায় আক্রান্ত হয়ে গত ১৭ এপ্রিল থেকে ঢাকার পান্থপথের ‘হেলথ অ্যান্ড হোপ’ হাসপাতালে ভর্তি ছিলেন তিনি।ঈদের দিন শনিবার হৃদরোগে আক্রান্ত হলে তাকে হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়। সেখানেই মারা যান তিনি।১৯৩৯ সালের আগস্ট মাসে চট্টগ্রামের রাউজান উপজেলার নোয়াপাড়া গ্রামে পঙ্কজ ভট্টাচার্যের জন্ম।চলতি বছরের অমর একুশে বইমেলায় প্রকাশ হয় তার আত্মজীবনীমূলক বই ‘আমার সেই সব দিন’।

