উচ্চস্বরে গান বাজানো নিয়ে বিরোধ, সংঘর্ষে বৃদ্ধ নিহত
প্রান্তডেস্ক:হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের রসুলপুর গ্রামে সাউন্ড বক্সে উচ্চস্বরে গান বাজানো নিয়েদুই পক্ষের সংঘর্ষে ইফরান আলী নামে এক বৃদ্ধ নিহত হয়েছে।গতকাল( ঈদেরদিন শনিবার) সকাল সাড়ে ১০টায় এই ঘটনা ঘটে।
তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির এসআই অনিক দেব জানান, ঈদের নামাজের পর একদল যুবক ইফরান আলীর বাড়ির সামনে সাউন্ড বক্সে উচ্চস্বরে গান বাজায়। উচ্চস্বরে গান বাজাতে ইফরান আলী নিষেধ করেন। এ নিয়ে তর্ক হয় এবং একপর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ইফরান আলী আহত হন।
মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ইফরান আলীকে চিকিৎসক সিলেট ওসমানী হাসপাতালে স্থানান্তর করেন। সিলেটে যাওয়ার পথে বাহুবলে তিনি মারা যান।
মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, ময়নাতদন্ত করতে মরদেহ হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে। এ ঘটনায় এখনও থানায় কোনো মামলা হয়নি।

