জুমাতুল বিদা’র মোনাজাতে মুসলিম উম্মাহর কল্যাণ কামনা
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে মুসল্লিরা
প্রান্তডেস্ক: শুক্রবার (২১ এপ্রিল) ১৪৪৪ হিজরির শেষ জুমাবার ছিল। মুসলিম উম্মাহর কাছে একটি পবিত্র দিন আজ। প্রতি সপ্তাহের জুমার দিনের স্বতন্ত্র অনেক ফজিলত রয়েছে। শুক্রবারকে মুসলমানদের সাপ্তাহিক ঈদ হিসেবে অভিহিত করা হয়েছে। রমজানের প্রতিটি জুমা ফজিলত ও তাৎপর্যের দিক থেকে অনন্য। আর বিদায়ী জুমা হিসেবে জুমাতুল বিদার মর্যাদা ও ফজিলত আরও বেশি।
রমজান মাসের শেষ শুক্রবার জুমাতুল বিদা হিসেবে পালন করেন মুসলিমরা। ইহকাল ও পরকালের মুক্তি কামনায় আজ সারাদেশে পবিত্র জুমাতুল বিদা পালিত হচ্ছে। বিশেষ ফজিলতময় জুমার জামাতে সাধারণ জামাতের চেয়ে কয়েকগুণ বেশি মুসল্লি অংশ নেন।
বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) রমজানের শেষ শুক্রবারে জুমার নামাজের পর বিশেষ ইবাদত করতেন। তার উম্মতরা তারই ধারাবাহিকতায় এদিন জুমার নামাজের পর নফল নামাজ আদায় করেন ও বিশেষ দোয়া করেন।

