সোহরাওয়ার্দী উদ্যান থেকে অজ্ঞাত যুবতীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ২১ এপ্রিল, ২০২৩ ৩:০০ অপরাহ্ণ | সংবাদটি ৮৪ বার পঠিত
প্রান্তডেস্ক: রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান থেকে অজ্ঞাত যুবতীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত যুবতীর পরিচয় পাওয়া যায়নি। জানা গেছে, ঐ পার্ক এলাকায় তাকে আখি নামে চিনতো অনেকে। মৃত যুবতীর বয়স আনুমানিক ২৫ বছর। তার পরনে ছিল প্রিন্টের থ্রি পিচ।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইকবাল হোসেন। তিনি জানিয়েছেন, শুক্রবার (২১ এপ্রিল) সকালে সোহরাওয়ার্দী উদ্যানের রমনা কালী মন্দিরের পাশে বকুল গাছের সাথে ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় ঐ যুবতীকে দেখতে পায় পথচারীরা। পরে তারা থানায় সংবাদ দিলে, সেখান থেকে ঝুলন্ত মরদেহটি উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে দুপুরে ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়।

