‘স্বপ্নে দেখে’ মসজিদে একজনকে হত্যা করলেন যুবক
প্রান্তডেস্ক:নারায়ণগঞ্জের বন্দরে মসজিদের ভেতরে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এক যুবক নিজেকে খুনের সাথে জড়িত স্বীকার করে বলেন, ‘স্বপ্নে দেখেছি, তাকে হত্যা করতে হবে’।
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার লাগাছিয়া ইউনিয়নে হাজরাদী চানপুর বাইতুল জামে মসজিদে বৃহস্পতিবার (২০ এপ্রিল) ভোরে এ ঘটনা ঘটে। পরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বিকাল সাড়ে ৩টায় মৃত্যু বরণ করেন।
বন্দর থানার পরিদর্শক (তদন্ত) আবু বক্কর সিদ্দিক জানান, গত ১২ এপ্রিল ৩ যুবক আর এক বৃদ্ধ মিলে একটি মসজিদে এতেকাফে বসেন। এতেকাফে থাকা অবস্থায় ভোর ৬টার দিকে নিহত মাঈনউদ্দিনসহ দুজন ঘুমিয়ে ছিল, জেগে ছিল খুনের সাথে জড়িত মহিন আর একজন মসজিদের দোতলায় গিয়ে ছিলেন। এর মধ্যে ঘুমিয়ে থাকা অবস্থায় ফল কাটার চাকু দিয়ে মাঈনউদ্দিনের ওপর হামলা করে মহিন। আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে বিকেলে তার মৃত্যু হয়।
আবু বক্কর সিদ্দিক আরও জানান, খুনের সাথে জড়িত মহিনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জিজ্ঞাসাবাদে খুনের কথা তিনি স্বীকার করেছেন। তবে, তিনি বলছেন, আমি স্বপ্নে দেখেছি আমার এক বন্ধুকে মাঈনউদ্দিন খুন করেছে, তাই তাকে ছুড়ি দিয়ে গলাতে আঘাত করে হত্যা করেছি।
তবে, খুন করার এই কারণ তাদের কাছে এলোমেলো বলে মনে হয়েছে বলে জানান বন্দর থানার এই পরিদর্শক। তার ভাষ্য, তদন্তে বেরিয়ে আসবে খুনের আসল রহস্য।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক জানান, খুনের এই ঘটনায় সকালেই মামলা হয়েছে, এতে আসামি করা হয়েছিল মাহিন কাজীকে। তাকে গ্রেপ্তার করা হয়েছে।

