আবহাওয়াজনিত জরুরি অবস্থা জারির সিদ্ধান্ত হয়নি: মন্ত্রণালয়
প্রান্তডেস্ক: পরিবেশমন্ত্রী মো. শাহাব উদ্দীনকে উদ্ধৃত করে রোববার কয়েকটি সংবাদমাধ্যমে সারাদেশে অব্যাহত তাপপ্রবাহের কারণে জরুরি অবস্থা জারির বিষয়ে যে খবর বেরিয়েছে সে বিষয়ে ব্যাখ্যা দিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের ‘জরুরি’ সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তাপপ্রবাহের কারণে দেশে ‘আবহাওয়াজনিত জরুরি অবস্থা’ জারি করার কোনো সিদ্ধান্ত এখনো হয়নি।মন্ত্রণালয় বলছে,‘আবহাওয়া অধিদপ্তর দেশের আবহাওয়ার দৈনন্দিন বিষয় জনগণের অবগতির জন্য নিয়মিত বিজ্ঞপ্তি আকারে প্রচার করে থাকে। চরম আবহাওয়ার কারণে জনগণের স্বাস্থ্যগত কোনো বিষয় থাকলে স্বাস্থ্য মন্ত্রণালয় এ বিষয়ে জনগণকে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করে থাকে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় জলবায়ুর দীর্ঘমেয়াদী পরিবর্তন নিয়ে কাজ করে থাকে।’একটি অনলাইন নিউজ পোর্টালের প্রতিনিধি পরিবেশমন্ত্রীকে
‘তাপমাত্রা জনিত জরুরি অবস্থা’ জারি বিষয়ে প্রশ্ন করলে তিনি জানিয়েছিলেন, আবহাওয়া জনিত জরুরি অবস্থা জারি করার মত কোন সিদ্ধান্ত এখনো হয়নি। বৃষ্টি হলেই এ তাপদাহ কমে যাবে। সরকার এ জাতীয় সিদ্ধান্ত গ্রহণ করবে কিনা তা ভবিষ্যতের বিষয়।’উল্লেখ্য, এপ্রিলের দুই সপ্তাহ ধরে দেশের কোথাও বৃষ্টি হয়নি। দেশের বেশিরভাগ এলাকায় চলছে তাপপ্রবাহ। এর মধ্যে কয়েকটি জেলায় তাপমাত্রা থাকছে ৪০ ডিগ্রি সেলসিয়াসের বেশি। আগামী আরও কয়েকদিন এমন দুর্বিষহ গরমের মধ্যে থাকতে হবে বলে ইতোমধ্যে আভাস দিয়েছে আবহাওয়া অফিস।
এ পরিস্থিতির মধ্যে পরিবেশমন্ত্রী মো. শাহাব উদ্দীনকে উদ্ধৃত করে বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হয়, অতি তীব্র তাপপ্রবাহের সংকট মোকাবেলায় যে কোনো সময় ‘তাপমাত্রাজনিত জরুরি অবস্থা’ জারি করা হতে পারে।
সেসব প্রতিবেদন মন্ত্রণালয় ও মন্ত্রীর নজরে এসেছে জানিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “বিষয়টিতে বিভ্রান্তির সৃষ্টির সুযোগ রয়েছে বিধায় সবার অবগতির জন্য পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অবস্থান স্পষ্ট করা হল।”


