জগন্নাথপুর উপজেলা পরিষদের উপনির্বাচনে পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামী লীগ’র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নুরুল ইসলাম
প্রকাশিত হয়েছে : ১৫ এপ্রিল, ২০২৩ ৫:২৮ অপরাহ্ণ | সংবাদটি ৮৯ বার পঠিত
প্রান্তডেস্ক: সুনামগঞ্জজেলার জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক এবং বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নুরুল ইসলামকে মনোনয়ন দেওয়া হয়েছে দলীয় মনোনয়ন।
আজ(১৫ এপ্রিল,শনিবার ) বেলা ১১ টায় গণভবনে দলটির স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ড সভায় প্রার্থী চূড়ান্ত করা হয়। এতে সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।দলের দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

