বান্দরবানের পৌর মেয়র ইসলাম বেবী আর নেই

গত ১৩ এপ্রিল শনিবার তার শরীরে জ্বর আসে। পরদিন সকালে চট্টগ্রাম এভারকেয়ার হাসপাতালে তাকে ভর্তি করা হয়। এরপর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। আজ সকালে তাকে লাইফ সাপোর্ট দেয়া হয়। পরে সকাল সাড়ে ৬টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইসলাম বেবীর মৃত্যুতে বান্দরবান শহরে শোকের ছায়া নেমে এসেছে।
মেয়রের ব্যক্তিগত সহকারী আশুতোষ দাশ আশু জানান, বান্দরবান পৌরসভার দুইবারের নির্বাচিত পৌর মেয়র ইসলাম বেবী জেলা ক্রীড়া সংস্থারও সভাপতি ছিলেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি ১৯৬৮ সালে বান্দরবান মহকুমার ছাত্রলীগের প্রতিষ্ঠাকালীন সভাপতি দায়িত্ব পালন করেন। পরবর্তীতে বান্দরবান জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক সম্পাদক এবং সর্বশেষ ২০১৫ সালে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
তিনি জানান, আজ বিকেল ৫টায় বান্দরবান কেন্দ্রীয় ঈদগাহ মাঠে তার নামাজের জানাজা শেষে তাকে কেন্দ্রীয় গোরস্থানে দাফন করা হবে।এ দিকে ইসলাম বেবীর মৃত্যুতে শোক জানিয়েছেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।

