বঙ্গবাজারের আগুন ও সিদ্দিকবাজার ট্রাজেডিতে সংসদে শোক
প্রান্তডেস্ক: গুলিস্তানের বঙ্গবাজারে আগুন ও সিদ্দিকবাজারে ভয়াবহ বিস্ফোরণে নিহতদের প্রতি শোক জানিয়েছে জাতীয় সংসদ।আজ বৃহস্পতিবার (০৬ এপ্রিল) একাদশ জাতীয় সংসদের ২২তম ও বিশেষ অধিবেশনে এ শোক জানানো হয়। অধিবেশনের শুরুতে শোকপ্রস্তাব উত্থাপন করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। এ সময় তিনি বলেন, এরই মধ্যে আমরা দুজন সাবেক মন্ত্রী এবং সাতজন সাবেক সংসদ সদস্যকে হারিয়েছি। তাদের মৃত্যুতে শোকপ্রস্তাব উত্থাপন করছে জাতীয় সংসদ। তারা হলেন বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য নূরে আলম সিদ্দিকী, সাবেক সংসদ সদস্য রেজা আলী, সাবেক তথ্য ও যোগাযোগমন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা, সাবেক তথ্য ও পাটমন্ত্রী হাবিব উল্লাহ খান, সাবেক সংসদ সদস্য মো. দেলোয়ার হোসেন, সামসুল আলম প্রামাণিক, মো. মোজাম্মেল হক, আনোয়ারুল হোসেন খান চৌধুরী এবং সাবেক এমপি এনামুল হক। তাদের মৃত্যুতে মহান জাতীয় সংসদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে বলে মন্তব্য করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
এ ছাড়াও মাদারীপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলী আহমেদ খান, লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. আবু তাহের, মহান মুক্তিযুদ্ধকালীন ছবির চিত্রগ্রাহক ও জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য ফটোসাংবাদিক জালালউদ্দিন হায়দার, একুশে পদকপ্রাপ্ত ভাস্কর ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক শামীম সিকদার এবং র্যাংগস গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আ. রউফ চৌধুরীর মৃত্যুতে মহান সংসদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করে।পরে শোক প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে সংসদে গৃহীত হয়। নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নীরবতা পালন ও তাদের আত্মার শান্তি কামনা করে মোনাজাত করা হয়।

