কুমিল্লায় পুলিশের সঙ্গে যুবদলের হাতাহাতি, ২০০ জনের বিরুদ্ধে মামলা
প্রান্তডেস্ক: কুমিল্লা বিভাগীয় যুবদলের প্রতিনিধি সম্মেলন ও ইফতার মাহফিলে পুলিশের সঙ্গে হাতাহাতির ঘটনায় বিএনপি ও অঙ্গ-সংগঠনের ২০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। মঙ্গলবার রাতে কোতোয়ালি মডেল থানার এসআই আল মামুন বাদী হয়ে পুলিশের ওপর হামলা এবং কর্তব্য পালনে বাধা প্রদানের অভিযোগে মামলাটি দায়ের করেন।
এর আগে মঙ্গলবার বিকালে কুমিল্লা টাউন হল মিলনায়তনে কুমিল্লা বিভাগীয় যুবদলের প্রতিনিধি সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। জেলা পুলিশের পক্ষ থেকে অভিযোগ করা হয় ওই অনুষ্ঠানে পুলিশকে উদ্দেশ্য করে উস্কানিমূলক বক্তব্য দিতে থাকেন নেতাকর্মীরা। এতে পুলিশ বাধা দিতে গেলে বিএনপির নেতাকর্মীরা পুলিশের ওপর চড়াও হয়ে বাগবিতণ্ডায় জড়িয়ে পুলিশের গায়েও হাত তোলেন।
অপরদিকে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে- ওই অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যোগ দিলে পুলিশ এসে বলে তারেক রহমান বক্তব্য দিতে পারবেন না। এ সময় উপস্থিত পুলিশ সদস্যরা এলইডি স্ক্রিনের কানেকশন খুলে দিতে গেলে উপস্থিত নেতাকর্মীরা উত্তেজিত হয়ে পুলিশের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান। এ সময় বিএনপি ও অঙ্গ-সংগঠনের ২২ নেতাকর্মীকে আটক করে পুলিশ।
এ ঘটনায় মঙ্গলবার রাতে ২৯ জনের নাম উল্লেখসহ ১৫০-২০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। তবে তদন্তের স্বার্থে এজাহারে উল্লেখিত নেতাকর্মীদের নাম প্রকাশ করেনি পুলিশ।


