বঙ্গবাজার মার্কেট কে চার বছরে ১০ বার নোটিস দেয়া হয়েছিল: ফায়ার সার্ভিস

প্রান্তডেস্ক: ফায়ার সার্ভিস মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো. মাঈন উদ্দিন জানিয়েছেন, পুড়ে যাওয়া বঙ্গবাজার মার্কেটকে ২০১৯ সালের ২ এপ্রিল ঝুঁকিপূর্ণ ঘোষণা করে নোটিস দেয়া হয়েছিল। এরপর গত ৪ বছরে ১০ বার নোটিস দিলেও মার্কেট কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি।মঙ্গলবার দুপুরে ফায়ার সার্ভিসের প্রধান কার্যালয়ের গেটে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। এ সময় পুলিশ ও সেনাবাহিনীর প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
মাঈন উদ্দিন বলেন, ‘বাতাস ও উৎসুক জনতার ভিড়ের কারণে আগুন নেভাতে বেগ পেতে হয়েছে। আজ বঙ্গবাজারের যে স্থানে আগুন লেগেছে সেই মার্কেটের বিষয়টি ২০১৯ সালের দুই এপ্রিল ঝুঁকিপূর্ণ ঘোষণা করে নোটিস দেয়া হয়েছিল। ১০ বার নোটিস দিলেও তারা কোনো ব্যবস্থা নেয়নি।’
এ দিকে আগুন নিয়ন্ত্রণে না আসায় সকাল ৯টার দিকে ক্ষুব্ধ জনতা ফায়ার সার্ভিসের প্রধান কার্যালয়ের গেটে হামলা চালায় বলে জানা যায়। এ বিষয়ে মহাপরিচালক বলেন, ‘আমরা মানুষের জানমাল রক্ষায় জীবন দেই। কিন্তু আমার উপর হামলা কেন?’
জনতার উদ্দেশে মাঈন উদ্দিন বলেন, ‘আপনাদের জন্য কাজ করতে গিয়ে গত ১ বছরে ১৩ জন কর্মী মারা গেছেন। তারপরও আমাদের উপর হামলা কেন?’ —প্রশ্ন রাখেন তিনি।
আগুনের কারণে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা তদন্তের মাধ্যমে জানা সম্ভব হবে। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানান ফায়ার সার্ভিসের মহাপরিচালক।
আগুন নিয়ত্রনে আনতে ফায়ার সার্ভিসের পাশাপাশি বিজিবি, সেনাবাহিনী, বিমানবাহিনী ও নৌবাহিনীর সাহায্যকারী দলও ঘটনাস্থলে কাজে নামে।মো. মাইন উদ্দিন জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের মোট ৪৮টি ইউনিট কাজ করে প্রায় সাড়ে ছয় ঘণ্টার চেষ্টার পরে আগুন এখন নিয়ন্ত্রণে।

