জেসমিনের মৃত্যু : মেজরসহ র্যাবের ১১ সদস্য ক্লোজড
প্রকাশিত হয়েছে : ৩১ মার্চ, ২০২৩ ২:০৫ অপরাহ্ণ | সংবাদটি ৯৩ বার পঠিত
প্রান্তডেস্ক: নওগাঁয় সুলতানা জেসমিনকে আটক ও জিজ্ঞাসাবাদে জড়িত র্যাবের ১১ জন সদস্যকে র্যাব-৫ এর ব্যাটালিয়ন সদর দপ্তরে সংযুক্ত (ক্লোজড) করা হয়েছে। ওই ১১ জনের মধ্যে একজন মেজর, পুলিশের এএসপিসহ অন্য সদস্য ও গাড়িচালকও রয়েছেন।
এর আগে যুগ্ম সচিব এনামুল হকের করা মামলায় ১নং আসামি আল আমিন (৩২) র্যাবের হাতে গ্রেপ্তার হয়েছেন। তাকে বুধবার বিকেলে ঢাকার শাহজাহানপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয় বলে র্যাব-৩ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে। গত সপ্তাহে আটকের পর ওই নারীর মৃত্যু হলে নির্যাতনের অভিযোগ তোলে পরিবার। মানবাধিকার সংগঠনগুলো সোচ্চার হওয়ার পাশাপাশি হাইকোর্টও বিষয়টি জানতে চেয়েছিল।

