বিশিষ্ট আলেমে দ্বীন ছারছিনা মাদ্রাসার প্রধান মুফাসসির মওলানা মো. হাবিবুর রহমান ইন্তেকাল করেছেন
প্রান্তডেস্ক: দক্ষিণ বাংলার বিশিষ্ট আলেমে দ্বীন, ছারছীনা দারুসসুন্নাত কামিল মাদ্রাসার প্রধান মুফাসসির, অসংখ্য আলেমের উস্তাদ মাওলানা মো. হাবিবুর রহমান (৫৮) আজ শনিবার ভোর ৪.৫৫ টায় ইন্তেকাল করেছেন।( ইন্না লিল্লাহি অইন্না ইলাইহি রাজিউন)। মাওলানা মো. হাবিবুর রহমান পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার চালিতাবুনিয়া গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের জেষ্ঠ সন্তান। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানাযায়, চিকিৎসার জন্য শুক্রবার ছারছীনা থেকে তাকে লঞ্চে ঢাকার উদ্যেশ্যে নেয়ার পথে শনিবার ভোর ৪.৫৫টায় তার মৃত্যু হয়। ঢাকাস্থ দারুন্নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা মাঠে শনিবার সকাল ১১ টায় তার ১ম জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। আছর নামাজ বাদ ছারছীনা দরবার শরীফে ২য় জানাজা এবং চালিতাবুনিয়া দ্বীনীয়া মাদ্রাসা মাঠে রাত ১০.১৫ টায় ৩য় জানাযা শেষে তার ওছিয়াত অনুযায়ী মাদ্রাসার মসজিদের পাশে দাফন করা হবে।
এদিকে হুজুরের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে উপজেলার সর্বত্র গভীর শোকের ছায়া নেমে আসে।

