এই দিনে:২০ মার্চ
প্রকাশিত হয়েছে : ২০ মার্চ, ২০২৩ ২:৪৩ অপরাহ্ণ | সংবাদটি ৬৬ বার পঠিত
বাংলাদেশের উনিশতম রাষ্ট্রপতি, প্রখ্যাত রাজনীতিবিদ জিল্লুর রহমান ২০১৩ সালের এই দিনে মৃত্যুবরণ করেন। ১৯২৯ সালের ৯ মার্চ বর্তমান কিশোরগঞ্জের ভৈরবে জন্মগ্রহণ করেন তিনি। বাবা মেহের আলী মিঞা ছিলেন আইনজীবী, ময়মনসিংহ লোকাল বোর্ডের চেয়ারম্যান এবং জেলা বোর্ডের সদস্য। ১৯৪৫ সালে ভৈরব কেবি হাইস্কুল থেকে ম্যাট্রিক পাস করেন। ঢাকা ইন্টারমিডিয়েট কলেজ থেকে ১৯৪৭ সালে আইএ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৫২ সালে ইতিহাসে বিএ (অনার্স) ও ১৯৫৪ সালে এমএ ডিগ্রি লাভ করেন। এরপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ডিগ্রি লাভ করেন। ১৯৪৭ সালে কলেজে পড়ার সময় ‘সিলেটের গণভোটে’ কাজ করতে গিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সান্নিধ্যে আসেন জিল্লুুর রহমান। জিল্লুর রহমান বায়ান্নর ১৯ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমতলার ঐতিহাসিক ছাত্র সমাবেশে সভাপতিত্ব করেন। ২০ ফেব্রুয়ারি যে ১১ ছাত্রনেতার নেতৃত্বে ২১ ফেব্রুয়ারিতে ১৪৪ ধারা ভঙ্গের সিদ্ধান্ত হয়, জিল্লুর রহমান ছিলেন তাদের অন্যতম। ১৯৫৩ সালে তিনি ফজলুল হক হল ছাত্র সংসদের ভিপি নির্বাচিত হন। ১৯৫৬ সালে কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি হন। বাষট্টির সামরিক শাসনবিরোধী আন্দোলন, ছেষট্টির ৬ দফা আন্দোলন, ঊনসত্তরের গণ-অভ্যুত্থানসহ প্রতিটি গণ-আন্দোলনে তিনি সক্রিয় ভূমিকা রাখেন। ১৯৭০ সালের নির্বাচনে পাকিস্তান জাতীয় পরিষদ সদস্য নিযুক্ত হন। মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা বেতার কেন্দ্র পরিচালনা এবং জয়বাংলা পত্রিকার প্রকাশনায় যুক্ত ছিলেন তিনি। বাহাত্তর সালে গণপরিষদ সদস্য হিসেবে বাংলাদেশের সংবিধান প্রণয়নে অংশ নেন এবং ১৯৭৩ সালে জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন। ১৯৭৪ সালে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হন। ১৯৭৫ সালে ‘বাকশাল’ গঠিত হলে তিনি বাকশালের চার সেক্রেটারির একজন হন। ১৯৭৫ সালে সপরিবারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নৃশংস হত্যাকাণ্ডের পর জিল্লুর রহমান একটানা প্রায় চার বছর কারাবন্দি ছিলেন। ২০০৯ সালের ১২ ফেব্রুয়ারি জিল্লুর রহমান বাংলাদেশের ১৯তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন। ২০১৩ সালের ২০ মার্চ সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন জিল্লুর রহমান মৃত্যুবরণ করেন।