২০২৪ সালের নির্বাচনে ‘ভূমিধস’ বিজয় হবে ট্রাম্পের, দাবি ইলন মাস্কের
প্রান্তডেস্ক: টুইটার ও টেসলার মালিক মার্কিন ধনকুবের ইলন মাস্ক ভবিষ্যদ্বাণী করেছেন যে, বিভিন্ন অপরাধমূলক অভিযোগ থাকলেও সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২৪ সালের নির্বাচনে ‘ভূমিধ্বস বিজয়’ দ্বার পুনরায় নির্বাচিত হবেন।
এর আগে শনিবার ডোনাল্ড ট্রাম্প নিজেই শঙ্কা প্রকাশ করে বলেছেন, তিনি আগামী মঙ্গলবার গ্রেফতার হতে পারেন। এ অবস্থায় তার গ্রেফতার ঠেকাতে সমর্থকদের বিক্ষোভ ও প্রতিবাদ করার আহ্বান জানিয়েছেন। ২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে সাবেক পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসের সঙ্গে অবৈধ সম্পর্কের বিষয়টি চেপে যেতে গোপনে অর্থ প্রদান করেন তিনি। ওই অভিযোগে জড়িত একটি মামলায় গ্রেফতার হতে পারেন সাবেক প্রেসিডেন্ট।
এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে মাস্ক তার টুইটার অ্যাকাউন্টে বলেন, ‘যদি এটি ঘটে, ট্রাম্প ভূমিধস বিজয় পেয়ে পুনরায় নির্বাচিত হবেন।’
২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে সাবেক পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসকে ট্রাম্পের পক্ষ থেকে বড় অংকের টাকা ঘুষ দেয়া হয়। এমন অভিযোগ নিয়ে নিউইয়র্কের প্রসিকিউটররা গত পাঁচ বছর ধরে তদন্ত করে আসছেন। কিন্তু এখন পর্যন্ত কোনও অভিযোগ প্রমাণ হয়নি। প্রতিটি অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করে আসছেন ট্রাম্প। সূত্র: দ্য ইন্ডিপেন্ডেন্ট।