সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কে দুর্ঘটনা, আহত ২
প্রান্তডেস্ক:গতকাল শনিবার রাত ১০টার দিকে দক্ষিণ সুরমার শিববাড়ি লালমাটিয়া এলাকায় সিএনজি অটোরিকশার সাথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয় দুজন গুরুতর আহত হয়েছেন।দুর্ঘটনায় আহতরা হলেন- দাউদপুর তুরকখলার তোয়াহিদ আলীর ছেলে মিজান আহমদ (৩৫) ও মৃত আকন আলীর স্ত্রী আঙ্গুরা বেগম (৬৫)।দাউদপুরের স্থানীয় ইউপি মেম্বার আব্দুল কাদির জানান, আঙ্গুরা বেগম অসুস্থ। তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার সময় লালমাটিয়া এলাকায় ফেঞ্চুগঞ্জগামী একটি ট্রাকের সাথে অটোরিকশার সংঘর্ষ হয়। এতে এ দুজন গুরুতর আহত হন। তাদেরকে ওসমানী হাসপাতালের তৃতীয় তলার ৮নং ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।তাদের শারীরিক অবস্থা তেমন ভালো নয়।