যদি বিচার হয়ও। আইসিসির আগের মামলাগুলোর রায় থেকে জানা যায়, শীর্ষস্থানীয় এমন কারও সাজা দেওয়ার ঘটনা বিরল। গত দুই দশকেরও বেশি সময়ে, আইসিসি মাত্র পাঁচটি অপরাধের মামলায় শাস্তিসমেত রায় দিয়েছে। তবে অপরাধী প্রমাণিতদের একটিও শীর্ষস্থানীয় কেউ নন।

কিন্তু আইসিসির তদন্ত কার্যক্রমই একমাত্র হাতিয়ার নয়। যুদ্ধাপরাধের মামলা ইউক্রেনের আদালতেও চলতে পারে। অনেক দেশেই নিজেদের আদালতে যুদ্ধাপরাধের তদন্ত-বিচার হয়েছে এবং হচ্ছে। 

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের বিচার করতে আলাদা ট্রাইব্যুনাল গঠনের পরিকল্পনা রয়েছে, কারণ আইনি বাধ্যবাধকতার ফলেই আইসিসির এই বিষয়ে এখতিয়ার নেই।