মাহিকে কারাগারে পাঠানোর নির্দেশ
প্রকাশিত হয়েছে : ১৮ মার্চ, ২০২৩ ২:০৭ অপরাহ্ণ | সংবাদটি ৪২ বার পঠিত
গাজীপুরের আদালতে চিত্রনায়িকা মাহিয়া মাহি। ছবি: সংগৃহীত
প্রান্তডেস্ক: ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার চিত্রনায়িকা মাহিয়া মাহিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন গাজীপুরের আদালত। আজ শনিবার দুপুর দেড়টার দিকে আদালতে তোলা হলে এ নির্দেশ দেন বিচারক।
এর আগে শনিবার দুপুরে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মাহিকে গ্রেপ্তার করে পুলিশ। এদিন সকাল ১০টা ৫০ মিনিটে মাহিয়া মাহি সৌদি আরব থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে বিমানবন্দরে অবতরণ করেন।