বলবীর রাজ পৃথ্বীরাজ কাপুর সবার কাছে শশী কাপুর নামেই পরিচিত ছিলেন। ভারতে তিনি একাধারে অভিনেতা, নির্মাতা ও প্রযোজকও ছিলেন। এছাড়াও ব্যাপকসংখ্যক হিন্দিভাষী চলচ্চিত্রের পাশাপাশি স্বল্পসংখ্যক ইংরেজি ভাষার চলচ্চিত্রেও তাঁর অংশগ্রহণ ছিল।
১৯৪০-এর দশকের শেষদিকে শিশুশিল্পী হিসেবে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন। বাণিজ্যিকধর্মী চলচ্চিত্র সংগ্রাম, দানা পানিতে ‘শশীরাজ’ নামে আবির্ভূত হন তিনি।
এককালের পর্দা কাঁপানো এই তারকা ১৯৪৪ সাল থেকে ৫৪ সালের মধ্যে মোট ১৯টি ছবিতে অভিনয় করে বেশ জনপ্রিয় হয়ে উঠেন। তাঁর উল্লেখযোগ্য ছবিগুলোর মধ্যে রয়েছে- দিওয়ার, কাভি কাভি, সিলসিলা, নেমকহালাল প্রভৃতি।২০১১ সালে চলচ্চিত্র শিল্পে অসামান্য অবদান রাখার জন্য ভারত সরকার কর্তৃক পদ্মভূষণ পদে ভূষিত হন তিনি।