শাহবাগে বাম গণতান্ত্রিক জোটের সমাবেশ শনিবার
প্রকাশিত হয়েছে : ১৭ মার্চ, ২০২৩ ৪:৩১ অপরাহ্ণ | সংবাদটি ৭৯ বার পঠিত
এতে বলা হয়, ফ্যাসিবাদী দুঃশাসনের অবসান, অবৈধ সরকারের পদত্যাগ, নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচন, সংখ্যানুপাতিক পদ্ধতি চালুসহ নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কার, চালসহ নিত্যপণ্য এবং বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে, জনজীবনের সংকট নিরসনের দাবিতে বাম গণতান্ত্রিক জোটের উদ্যোগে শনিবার বিকেল সাড়ে তিনটায় শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে বাম জোটের কেন্দ্রীয় শীর্ষ নেতা-কর্মীরা বক্তব্য রাখবেন।
বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় সমন্বয়ক ও বাসদের সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশীদ ফিরোজ এক বিবৃতিতে এ সমাবেশ সফল করতে বাম জোটের শরীক দলসমূহের নেতাকর্মীদের এবং সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন।