সরদার এন্টারপ্রাইজ ও নিয়াজ কনষ্ট্রাকশনের সত্ত্বাধিকারী গ্রেফতার
প্রান্তডেস্ক: মেসার্স সরদার এন্টারপ্রাইজ ও নিয়াজ কনষ্ট্রাকশন এর সত্ত্বাধিকারী আব্দুল কুদ্দুস সরদারকে গ্রৈফতার কর হয়েছে । তিনি ব্যাংক থেকে চার কোটি টাকা ব্যবসার উদ্দেশ্যে নিয়ে ঐ টাকা ফেরত না দিয়ে সিলেটের লামাবাজার এলাকায় বিশাল সম্পত্তি গড়ে তোলেন। এ সংক্রান্ত মামলায় তাকে গতকাল (১৬ মার্চ,বৃহস্পতিবার) গ্রেফতার করা হয়।আব্দুল কুদ্দুস সরদার লামাবাজার ৫৭ ছায়াতরু এলাকার আব্দুস সালাম সরদারের ছেলে।আব্দুল কুদ্দুস সরদার বেসিক ব্যাংক লিমিটেড সিলেট জিন্দাবাজার শাখার নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট আইনের (N.I Act) মামলায় গ্রেফতার হয়েছেন।সিলেট এসএমপি কোতয়ালী থানা পুলিশ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, ১৮ বছর আগে ব্যাংক থেকে চার কোটি টাকা ব্যবসার উদ্দেশ্যে নিয়ে ঐ টাকা দিয়ে সিলেটের লামাবাজারে বিশাল সম্পত্তি গড়ে তোলেন। দীর্ঘদিন থেকে ব্যাংককে পাত্তা না দেওয়া ঋণ খেলাপীর দায়ে তার বিরুদ্ধে আদালতের ওয়ারেন্ট ইস্যু হয়।