দূষিত শহরের তালিকায় আজ ঢাকা তৃতীয়
প্রান্তডেস্ক: দূষিত বাতাসের শহরের তালিকায় ঢাকার অবস্থান ছিল আজও তৃতীয়। শুক্রবার (১৭ মার্চ) সকালে সকাল সাড়ে ১০টায় ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই-বায়ুর মান সূচক) স্কোর ছিল ১৭৩।গত ফেব্রুয়ারি মাসে বেশিসংখ্যক দিন অস্বাস্থ্যকর বায়ুর মধ্যে কাটিয়েছেন নগরবাসী। এ ধারাবাহিকতা রয়েছে চলতি মার্চেও।
একিউআই স্কোরে শীর্ষে আছে ভারতের দিল্লি, স্কোর ২০৩। দ্বিতীয় স্থানে আছে নেপালের কাঠমান্ডু, স্কোর ১৭৯। ১৬৩ স্কোর নিয়ে চতুর্থ স্থানে আছে পাকিস্তানের করাচি।
পঞ্চমে পোল্যান্ডের ক্রাকো (স্কোর ১৬০)। প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই স্কোর একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটুকু নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং তাদের কোনো ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে কি না, তা জানায়।
বাতাসে প্রতি ঘনমিটারে দুই দশমিক পাঁচ মাইক্রোমিটার ব্যাসের বস্তুকণার পরিমাণ (পিপিএম) যদি শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকে, তাহলে ওই বাতাসকে বায়ু মানের সূচকে (একিউআই) ‘ভালো’ বলা যায়।
এই মাত্রা ৫১-১০০ হলে বাতাসকে ‘মধ্যম’ মানের ও ১০১-১৫০ হলে ‘বিপদসীমায়’ আছে বলে ধরে নেওয়া হয়। আর পিপিএম ১৫১-২০০ হলে বাতাসকে ‘অস্বাস্থ্যকর’, ২০১-৩০০ হলে ‘খুব অস্বাস্থ্যকর’ ও ৩০১-৫০০ হলে ‘বিপজ্জনক’ বলা হয়।