আইনজীবি সমিতির নির্বাচন বাতিলের দাবি মির্জা ফখরুলের
প্রান্তডেস্ক:সুপ্রিম কোর্টের আইনজীবি সমিতির নির্বাচন বাতিল করে ফের নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ শুক্রবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান তিনি।এসময় উদ্ভুত পরিস্থিতিতে প্রধান বিচারপতির উদ্যোগও চান তিনি।
মির্জা ফখরুল বলেন, রাজনৈতিকভাবে আওয়ামী লীগ আজ এমন একটি দেউলিয়া দলে পরিণত হয়েছে- আইনজীবী সমিতির নির্বাচনে পুলিশ ও বহিরাগতদের ব্যবহার করে নিজেদের প্রার্থীদের বিজয়ী ঘোষণা করতে হয়। এটা বড় লজ্জার বিষয়।
তিনি বলেন, আমি প্রত্যাশা করি প্রধান বিচারপতি- যিনি তার রাষ্ট্রের যে সর্বোচ্চ বিচারালয় সুপ্রিম কোর্ট, তার সেনটেটি বা পবিত্রতা রক্ষা করবার জন্য এগিয়ে আসবেন এবং প্রতিষ্ঠানটির পবিত্রতা রক্ষা করবার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।