অ্যাড. কামরুলকে আওয়ামী লীগেরপ্রেসিডিয়াম মেম্বার পদ থেকে অপসারণ করুন:: মুক্তিযুদ্ধমঞ্চ
প্রান্তডেস্ক: আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাড. কামরুল ইসলাম কর্তৃক তারেক রহমানের এপিএস নুর উদ্দিন আহমেদ অপুর পক্ষে আইনী লড়াইয়ের ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার বিকাল ৩টায় শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচিতে অ্যাড. কামরুল ইসলামকে আগামী ৭২ ঘণ্টার মধ্যে আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার পদ থেকে অপসারণের দাবিতে আল্টিমেটাম দেয়া হয়েছে। সংগঠনের সাধারণ আল মামুন এর সঞ্চালনায় উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচিতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। আরও বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা ও আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইবুনালের সাক্ষী বীর মুক্তিযোদ্ধা জহির উদ্দিন জালাল, বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন মজুমদার, বিশিষ্ট নাট্য অভিনেতা ও বীর মুক্তিযোদ্ধা আহসানুল হক মিনু, বীর মুক্তিযোদ্ধা বাহারউদ্দীন বাহার, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ভারপ্রাপ্ত সভাপতি কানিজ ফাতেমা প্রমুখ।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের বক্তব্যে সংগঠনের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, “সম্প্রতি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাড. কামরুল ইসলাম কর্তৃক বিদেশে পলাতক আসামি তারেক রহমানের এপিএস নুর উদ্দিন আহমেদ অপুর পক্ষে আইনী লড়াইয়ের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ। আওয়ামী লীগের পদে থেকে তিনি খুনি তারেক জিয়ার এপিএস অপুর পক্ষে আইনী লড়াই করতে পারেন না। আওয়ামী লীগ সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার নিকট আহ্বান অবিলম্বে অ্যাড. কামরুল ইসলামকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হোক। আগামী ৭২ ঘণ্টার মধ্যে আওয়ামী লীগ থেকে তাকে বহিষ্কার করতে হবে। অন্যথায় কঠোর কর্মসূচী ঘোষণা করবে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ।”