সিলেটজেলার দুই উপজেলার ৮টিইউনিন পরিষদের নির্বাচন হচ্ছে আজ
প্রকাশিত হয়েছে : ১৬ মার্চ, ২০২৩ ১১:২৯ পূর্বাহ্ণ | সংবাদটি ৬৫ বার পঠিত
প্রান্তডেস্ক: আজ সিলেট দুইটি উপজেলার জেলার ৮টি ইউনিন পরিষদের নির্বাচনহচ্ছে। সকাল ৮াহতে বিকাল ৪টা পর্য্যন্ত ভোট গ্রহন চলবে । ইউনিয়ন গুলো হচ্ছে- সিলেট সদর উপজেলার খাদিমনগর, খাদিমপাড়া ও টুকেরবাজার এবং ফেঞ্চুগঞ্জ উপজেলার ফেঞ্চুগঞ্জ সদর, মাইজগাঁও, ঘিলাছড়া, উত্তর কুশিয়ারা ও উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন।তবে উচ্ছ আদালতের নির্দেশে সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদে নির্বাচন স্থগিত করা হয়েছে। তবে এ ওয়ার্ডে চেয়ারম্যান ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ভোটগ্রহণ হবে। সিলেট সদর উপজেলার ৩টি ইউনিয়নে মোট ১৩জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদের মধ্যে খাদিমনগরে ২জন, খাদিমপাড়ায় ৮ ও টুকেরবাজারে ৩ জন।