প্রান্তডেস্ক:চলতি বছরের মে-জুনের মধ্যেই পাঁচ সিটি করপোরেশনে নির্বাচন হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (১৫ মার্চ) সকালে নির্বাচন কমিশন সচিব মো. জাহাঙ্গীর আলম এ তথ্য জানান।তিনি বলেন, ‘আগামী জুনের মধ্যে গাজীপুর, রাজশাহী, সিলেট, খুলনা ও বরিশাল সিটি করপোরেশনের নির্বাচন হবে। এপ্রিলের মাঝামাঝি সময়ে এসব সিটির নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।’
এ সময় আগামী সংসদ নির্বাচনে ৭০ থেকে ৮০ আসনে ইভিএমে ভোট নেওয়ার সক্ষমতা রয়েছে বলেও জানান ইসি সচিব। প্রবাসী ভোটারের বিষয়ে জাহাঙ্গীর আলম বলেন, ‘প্রবাসীদরের ভোটার করতে ঈদের পর আরব আমিরাতে পাইলট প্রকল্প শুরু হবে।’
তিনি বলেন, ‘নির্বাচন হবে জুনের পরে। কোন সিটিতে কখন নির্বাচন হবে তা সময় অনুযায়ী জানানো হবে। আমরা মে থেকে জুনের মধ্যে নির্বাচন করব। এইচএসসি পরীক্ষা হবে সম্ভাব্য ৭ জুলাই থেকে। এজন্য এসএসসি পরীক্ষা শেষে ২৩ মে থেকে ২৯ জুনের মধ্যবর্তী সময়ে তিন ধাপে পাঁচটি সিটির ভোট করার বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে।’
মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘ঈদ-উল-আযহার আগে এবং এসএসসি পরীক্ষা শেষে, এ মধ্যবর্তী সময়ে আমরা এ পাঁচটি সিটি করপোরেশন নির্বাচন আয়োজন করব। তফসিলের সময় ও কোন তারিখে কোনটার ভোট গ্রহণ হবে তা পরে বিস্তারিত জানানো হবে। তবে, এপ্রিলের মাঝামাঝি সময়ে তফসিল ঘোষণা করা হবে।’
তিনি আরও বলেন, ‘মেয়াদ বিবেচনা করে এপ্রিলের মধ্যে তফসিল করা হবে। সবগুলো নির্বাচন হবে ইভিএমে।’