রোহিঙ্গা প্রত্যাবাসন: মায়ানমারের ২২ সদস্যের প্রতিনিধি টেকনাফে
প্রান্তডেস্ক: রোহিঙ্গাদের তালিকা যাচাই বাছাইয়ে মায়ানমারের ২২ সদস্যের প্রতিনিধি টেকনাফে এসে পৌঁছেছে।বুধবার (১৫ মার্চ) সকাল ১০টার দিকে স্পিডবোটে নাফ নদ পার হয়ে টেকনাফের জালিয়াপাড়ার ট্রানজিট ঘাটে পৌঁছান দেশটির প্রতিনিধি দল।
কক্সবাজারস্থ শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মিজানুর রহমানের নেতৃত্বে বাংলাদেশের প্রতিনিধি দল তাদের স্বাগত জানান। তাদের আগমনকে ঘিরে রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া নিয়ে নতুন সম্ভাবনা দেখা দিচ্ছে।বাংলাদেশের পাঠানো তালিকা থেকে মায়ানমার যে সমস্ত রোহিঙ্গাকে তাদের নাগরিক হিসেবে যাচাই-বাছাই করে ফিরতি তালিকা দিয়েছিল তা নিয়ে ওই বৈঠকে আলোচনা হবে।বাংলাদেশ মায়ানমারকে আট লাখ ত্রিশ হাজারের মতো রোহিঙ্গার তালিকা দিয়েছিল। সেখান থেকে মাত্র ষাট হাজারের মতো রোহিঙ্গাকে বেছে নিয়েছে মায়ানমার। ওই তালিকা ধরে এর আগেও দুই বার রোহিঙ্গাদের প্রত্যাবাসন শুরুর কথা থাকলেও রোহিঙ্গাদের আপত্তিতে তা সম্ভব হয়নি।২০১৭ সালের ২৫ আগস্ট থেকে পরবর্তী কয়েক মাস গণহত্যা ও নির্যাতনের মুখে লাখ লাখ রোহিঙ্গা নাগরিক বাংলাদেশে এসে আশ্রয় নিতে থাকে। এর আগেও বিভিন্ন সময় বাংলাদেশে আসে হাজার হাজার রোহিঙ্গা। সবমিলিয়ে প্রায় ১২ লাখ রোহিঙ্গা কক্সবাজারে ক্যাম্পগুলোতে অবস্থান করছে।