চৈত্রের শুরুতেই বৃষ্টি- ঝড়সিলেটে
প্রকাশিত হয়েছে : ১৫ মার্চ, ২০২৩ ১১:৫২ পূর্বাহ্ণ | সংবাদটি ৭১ বার পঠিত
প্রান্তডেস্ক: ফাল্গুন মাসের শেষদিন আর চৈত্র মাসের শুরুর সন্ধিক্ষনে সিলেটের বিভিন্ন স্থানে হয়েছে ঝড়বৃষ্টি।গতকাল সন্ধ্যা থেকেই সিলেটের আকাশ ছিল মেঘলা। থেমে থেমে ছিল মেঘের গর্জন। রাতের শেষ দিকে এসে শুরু হয় বৃষ্টি- ঝড়-তুফান। কোথাও বজ্রবৃষ্টি ও শিলাবৃষ্টি হয়েছে। বড় আকারের শিলা পড়েছে কোথাও।
সিলেট আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ শাহ মো. সজীব হোসাইন জানান, আজ বুধবার শেষ রাত ৪টা ১০ মিনিট থেকে বৃষ্টি শুরু হয়। থেমে থেমে চলে ৬টা পর্যন্ত। এ সময়ে বৃষ্টির পরিমাণ রেকর্ড করা হয়েছে ২১ দশমিক ৫ মিলিমিটার।বৃষ্টি হওয়ায় কৃষকদের মধ্যে স্বস্তি দেখা গেছে।