চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সংঘর্ষ
প্রান্তডেস্ক: সিনিয়র-জুনিয়র নিয়ে দ্বন্দ্বের জেরে চট্টগ্রাম কলেজে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটেছে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মঙ্গলবার দুপুর সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, চট্টগ্রাম কলেজের উচ্চ মাধ্যমিক ব্যাচের এক ছাত্রলীগকর্মীর সঙ্গে সিনিয়র এক ছাত্রলীগকর্মীর কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে এ নিয়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়। পরে সিনিয়রদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।কলেজ ছাত্রলীগের সভাপতি মাহমুদুল করিম বলেন, তেমন কোনকিছু হয়নি। গতকালকেও উচ্চ মাধ্যমিক ব্যাচের একটা ছেলে সমস্যা করেছিল। আজকে উচ্চ মাধ্যমিক ব্যাচের ছেলেরা ঝামেলা করেছে। তাদেরকে আমরা বের করে দিয়েছি।চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনজুর কাদের বলেন, আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। সংঘর্ষের কারণ সম্পর্কে জানা যায়নি।