বাঙালি কবি, সাংবাদিক ও রাজনীতিবিদ সরোজ দত্ত’র জন্মদিন আজ
প্রান্তডেস্ক: আজ ১৩ই মার্চ, কমরেডসরোজদত্ত এর জন্মদিন:- সরোজ দত্ত ছিলেন প্রকৃতঅর্থেই আপাদমস্তক একজন বিপ্লবী বামপন্থী রাজনীতিবিদ ও বুদ্ধিজীবী। তাঁর পুরো নাম সরোজকুমারদত্ত।তাঁর পিতার নাম হৃদয়কৃষ্ণ দত্ত।
জন্ম: ১৩ই মার্চ ১৯১৪; যশোর জেলায় , অধুনা বাংলাদেশ।। ছাত্রাবস্থায় থেকে বিপ্লবী রাজনীতির প্রতি তাঁর ঝোঁক ছিল ও কলেজ জীবন থেকেই ভারতের কমিউনিস্ট পার্টির সাথে যোগাযোগ হয়।
সেই দলের মুখপত্র ‘#দেশহিতৈষীতে তার লেখা প্রকাশিত হতে থাকে।পরবর্তীকালে। ‘#দেশহিতৈষী ‘ পত্রিকার সম্পাদক মন্ডলীর সদস্যও হন।কিন্তু সে সময়ে নয়া সংশোধনবাদের তীব্র সমালোচনা ও নকশালবাড়ীর কৃষক আন্দোলনের প্রতি সমর্থনমূলক নানা ধরনের লেখালেখি শুরু করেন।শুরু হয় বিতর্ক ও বিরোধ,পরে সি পি আই এম ভেঙে পার্টি পূনরায় বিভক্ত হলে নকশালপন্থী দল ‘ভারতেরকমিউনিস্ট_পার্টি (মার্কসবাদী – লেনিনবাদী)’ তে দলে তিনি যুক্ত হন।ভারতবর্ষের সামন্তবাদবিরোধী সংগ্রাম, জাতীয় মুক্তি সংগ্রাম এবং শ্রমিকশ্রেণী- কৃষকশ্রেণী ও অপরাপর মিত্র শক্তি নিয়ে বিপ্লবী সংগ্রামের দীর্ঘদিনের ধারাবাহিকতায় যে কমিউনিস্ট সংগ্রাম গড়ে ওঠেছিল তিনি ছিলেন সেই সংগ্রামের সামনের সারিতে, ১৯৬৭ সালের নকশালবাড়িতে কৃষক আন্দোলনের মধ্য দিয়ে এই আন্দোলন সেদিন পরিপক্কতা পায় যখন কমিউনিস্ট বিপ্লবীরা সংশোধনবাদী চিন্তাকে আস্তাকুঁড়ে ছুড়ে ফেলে দিয়ে হাজির করেন দীর্ঘস্থায়ী এক জনযুদ্ধের রাজনীতিকে ।
‘বসন্তেরবজ্রনির্ঘোষ ‘এর সময়ের সেই মহান মানুষটির জন্মদিন আজই। আজকের ভারতবর্ষে যেখানে মনুবাদী ফ্যাসিস্ট শক্তির উত্থান,মানুষের মুক্তচিন্তা,গণতান্ত্রিক অধিকার ভূলুণ্ঠিত,গণতান্ত্রিক পরিসর বিপর্যস্থ ঠিক সেই পরিপ্রেক্ষিতে তাঁর লেখা কবিতা, প্রবন্ধ আজো ভীষণভাবে প্রাসঙ্গিক।ভারতীয় বিপ্লবী আন্দোলনের অমর শহীদ কমরেড সরোজদত্ত লাখো সেলাম।