ভারতজুড়ে এইচ৩এন২ ভাইরাসে আক্রান্ত ৯০
প্রান্তডেস্ক:ভারতে এইচ৩এন২ ভাইরাসে ৯০ জন আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে প্রথমবারের মতো দুই জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১০ মার্চ) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে এ তথ্য।
ভাইরাসে মৃত দুই জনেরই বয়স ৫০ বছরের বেশি। একজন কর্ণাটক ও অপরজন হরিয়ানার বাসিন্দা। এইচ৩এন২ ভাইরাস হংকং ফ্লু নামেও পরিচিত। খবর এনডিটিভি’র।
কর্ণাটকে মারা যাওয়া ব্যক্তির নাম হীরে গৌড়া। তিনি কর্ণাটকের হাসান শহরের বাসিন্দা। রাজ্যটির সরকারি কর্মকর্তারা বলেন, ৮২ বছর বয়সী গৌড়া গত ২৪ ফেব্রুয়ারি হাসপাতালে ভর্তি হন। ১ মার্চ মারা যান তিনি। ভাইরাসে আক্রান্ত হওয়ার পাশাপাশি ডায়াবেটিক এবং উচ্চ রক্তচাপে ভুগছিলেন গৌড়া।
হরিয়ানায় মৃত্যু হওয়ার ব্যক্তির নাম জানা যায়নি। তবে ৫৬ বছর বয়সী ওই ব্যক্তি ফুসফুস ক্যানসারে আক্রান্ত ছিলেন। স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা জানান, গত জানুয়ারিতে অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হন ওই ব্যক্তি। বুধবার (৮ মার্চ) তার মৃত্যু হয়।
ভারতজুড়ে এ পর্যন্ত এইচ৩এন২ ভাইরাসে অন্তত ৯০ জন আক্রান্ত হয়েছে। এছাড়া এইচ১এন১ ভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও ৮ জন।