এই দিনে:১১ মার্চ
প্রকাশিত হয়েছে : ১১ মার্চ, ২০২৩ ১:৪২ অপরাহ্ণ | সংবাদটি ৮৮ বার পঠিত
১৮৪০ সালের ১১ মার্চ কলকাতার জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে জন্মগ্রহণ করেন প্রখ্যাত বাঙালি কবি, দার্শনিক, গণিতজ্ঞ ও চিত্রশিল্পী দ্বিজেন্দ্রনাথ ঠাকুর। বাবা দেবেন্দ্রনাথ ঠাকুর ও মা সারদা দেবী। তার ছদ্মনাম ‘বঙ্গের রঙ্গ দর্শক’ ও ‘দেশের ব্যথার ব্যথী’। রবীন্দ্রনাথের বড় ভাই দ্বিজেন্দ্রনাথের বাল্যশিক্ষা স্বগৃহেই সম্পন্ন হয়। তিনি দুই বছর সেইন্ট পলস স্কুলে এবং কিছুদিন হিন্দু কলেজে অধ্যয়ন করেন। পরিবারে ‘বড়বাবু’ বলে তিনি খ্যাত ছিলেন। সংস্কৃত ভাষায় তার বিশেষ ব্যুৎপত্তি ছিল; মাত্র ২০ বছর বয়সে তিনি মেঘদূতের প্রথম বাংলা পদ্যানুবাদ করেন। ১৮৭৫ সালে তিনি স্বপ্নপ্রয়াণ নামে রূপক কাব্য রচনা করে বাংলা সাহিত্যে নিজস্ব স্থান করে নেন। বাংলা ভাষায় প্রথম গানের স্বরলিপি ও বাংলা শর্টহ্যান্ডবিষয়ক গ্রন্থ তিনিই রচনা করেন। বাংলা ব্যাকরণ নিয়েও তিনি চর্চা করেন। স্বদেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে তিনি ১৮৬৭ সালে কলকাতায় হিন্দু মেলার আয়োজন করেন এবং ১৮৭০-৭৩ পর্বে এর সম্পাদক ছিলেন। তিনি বঙ্গীয় সাহিত্য সম্মেলনের মূল সভাপতি এবং আদি ব্রাহ্মসমাজের সম্পাদকের দায়িত্বও পালন করেন। ১৮৭৭ সাল থেকে সাত বছর তিনি ভারতী এবং ১৮৮৪ সাল থেকে সুদীর্ঘ ২৫ বছর তত্ত্ববোধিনী পত্রিকা সম্পাদনা করেন। তিনি দীর্ঘকাল প্রাচীন ভারতীয় দর্শন ও সমাজতত্ত্ব চর্চায় মগ্ন ছিলেন। এসব বিষয়ে তার অনেক মূল্যবান রচনা আছে। দ্বিজেন্দ্রনাথ চিত্রাঙ্কনেও বিশেষ দক্ষ ছিলেন। গণিত, দর্শন, সাহিত্য প্রভৃতি বিষয়ে তার বেশ কয়েকটি গ্রন্থ আছে। ব্রহ্মসংগীত ও স্বদেশি গান রচনা করে তিনি প্রশংসিত হন। ১৯২৬ সালের ১৯ জানুয়ারি শান্তিনিকেতনে তিনি মৃত্যুবরণ করেন।