সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম, সাধারণ সম্পাদকএমদাদ নির্বাচিত হয়েছেন
প্রান্তডেস্ক: সিলেট মহানগর বিএনপির কাউন্সিলে সভাপতি পদে নাসিম হোসাইন , সাধারণ সম্পাদক পদে এমদাদ হোসেন চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদকপদে সৈয়দ সাফেক মাহবুব নির্বাচিত হয়েছেন। গতকাল( ১০মার্চ’শুক্রবার) রাতে নগরীর রেজিস্ট্রারি মাঠে সিলেট মহানগর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনের ভোট শেষে ফলাফল ঘোষণা করা হয়।
সভাপতি পদে নাসিম হোসাইন ১০৬৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। সভাপতি পদে তার প্রতিদ্বন্দ্বি মিফতাহ সিদ্দিকী পেয়েছেন ৭৬৮ ভোট।সাধারণ সম্পাদক পদে লড়ছেন বিজয়ী এমদাদ হোসেন চৌধুরী পেয়েছেন ১০৫৮ ভোট আর অপরপ্রার্থী সিটি কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম পেয়েছেন ৭৭২ ভোট।সাংগঠনিক সম্পাদক পদে লড়েছেন ৪ প্রার্থী। বিজয়ী প্রার্থী সৈয়দ সাফেক মাহবুব পেয়েছেন ৬৫৯ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রেজাউল করিম নাচন পেয়েছেন ৬২৩ ভোট।এর আগে দুপুর ২টা থেকে শুরু হয় ভোটগ্রহণ। চলে বিকেল ৫টা পর্যন্ত। কাউন্সিলের আগে সকালে সম্মেলনের উদ্বাধন করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।সিলেট মহানগর বিএনপির সর্বশেষ সম্মেলন হয় ২০১৬ সালের ৭ জানুয়ারিতে। দীর্ঘ সাত বছর পর এই ইউনিটের সম্মেলন অনুষ্ঠিত হলো।