রাজশাহীতে ওয়ার্কার্স পার্টির দুই নেতা বহিষ্কার
প্রকাশিত হয়েছে : ১০ মার্চ, ২০২৩ ৩:৩৪ অপরাহ্ণ | সংবাদটি ৯৭ বার পঠিত

বহিষ্কৃত দুই নেতা
প্রান্তডেস্ক: দলীয় শৃঙ্খলা ভঙ্গসহ বিভিন্ন অভিযোগে রাজশাহী জেলা ও মহানগর ওয়ার্কার্স পার্টির দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে সংগঠনের দলীয় কার্যালয়ে জেলা ও মহানগর কমিটির যৌথ সভা থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বহিষ্কৃত দুই নেতা হলেন, মহানগর ওয়ার্কার্স পার্টির সম্পাদকমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট এন্তাজুল হক বাবু ও জেলার সম্পাদকমণ্ডলীর সদস্য আকবর আলী। এর মধ্যে এন্তাজুল হক কেন্দ্রীয় কমিটির সদস্যও। তাকে কেন্দ্রীয় কমিটি থেকে বহিষ্কারের জন্যও কেন্দ্রে সুপারিশ করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে মহানগর ওয়ার্কার্স পার্টির সদস্য আলমগীর হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা, কর্মীদের উসকানি বা বিভ্রান্ত করা, অন্তর্ঘাত, দলের গঠনতন্ত্র ও আদর্শবিরোধী কার্যক্রমে যুক্ত থাকার অপরাধে এন্তাজুল হক ও আকবর আলীকে বহিষ্কার করার সিদ্ধান্ত হয়।
বিজ্ঞপ্তিতে এন্তাজুল হকের বিষয়ে বলা হয়, গত সিটি করপোরেশন নির্বাচনে দলের সিদ্ধান্তের বাইরে কর্মকাণ্ডে লিপ্ত থাকা, ১৪ দলের বিষয়ে দলের সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে কাজ করা এবং গত আইনজীবী নির্বাচনে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদে ইব্রাহিম-শাহজাহান প্যানেলের বিপক্ষে এককভাবে কাজ করেন তিনি। সম্প্রতি দলের অভ্যন্তরে বিশৃঙ্খলা সৃষ্টি, নৈরাজ্য ও বিভেদ তৈরি করার অপচেষ্টা করেন। তিনি দলের পদ- ব্যবহার করে কর্মীদের উসকানি ও বিভ্রান্ত করছেন, যা বিশ্বাসঘাতকতার শামিল।
অন্যদিকে বিজ্ঞপ্তিতে আকবর আলীর বিষয়ে বলা হয়েছে, দলের পদ-পদবি ব্যবহার করে এলাকায় অবৈধ জমির ব্যবসা করেন। থানায় দেন দরবার করে ব্যক্তিগত সুবিধা নেওয়া, দলীয় কার্যালয়ের নামে জমি আত্মসাতের অপচেষ্টা, পার্টির কর্মীদের বিভ্রান্ত করার চেষ্টায় লিপ্ত থেকেছেন।
বৃহস্পতিবারের যৌথ সভায় সভাপতিত্ব করেন মহানগর ওয়ার্কার্স পার্টির সভাপতি লিয়াকত আলী। এতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলার সভাপতি রফিকুল ইসলাম, কেন্দ্রীয় সদস্য ও মহানগরের সাধারণ সম্পাদক দেবাশিষ প্রামাণিক, কেন্দ্রীয় সদস্য ও জেলার সাধারণ সম্পাদক আশরাফুল হক। মহানগর কমিটির সাধারণ সম্পাদক দেবাশিষ প্রামাণিক বলেন, সংগঠনবিরোধী কার্যকলাপের অভিযোগে দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে। তাদের সঙ্গে এখন থেকে দলের আর কোনো সম্পর্ক নেই।
এন্তাজুল হক বাবু বলেন, তিনি গত বছরের মে মাস থেকে দলের সঙ্গে নেই। তাই এই বহিষ্কারে কিছু যায়–আসে না। তারা যে অভিযোগগুলো এনেছে, এগুলো ঠিক নয়, মিথ্যাচার। তিনি দু-এক দিনের মধ্যে এই কথাগুলোর পাল্টা জবাব দেবেন। আকবর আলী বলেন, তিনি কেবল শুনলেন বহিষ্কারের বিষয়টি। তারা মিথ্যা অভিযোগ এনেছে। তাকে বহিষ্কারের আগে কোনো কিছুই জানানো হয়নি। তিনি বহিষ্কার নোটিশ পাওয়ার পর এ বিষয়ে বিস্তারিত কথা বলবেন।