আগামীকাল সাম্প্রদায়িক সংঘাতের বিরুদ্ধে দেশব্যাপী যুবলীগের শান্তি সমাবেশ
প্রকাশিত হয়েছে : ১০ মার্চ, ২০২৩ ৩:১০ অপরাহ্ণ | সংবাদটি ৮৩ বার পঠিত
প্রান্তডেস্ক: সাম্প্রদায়িক সংঘাতের বিরুদ্ধে ১১ মার্চ (শনিবার) দেশব্যাপী শান্তি সমাবেশের ডাক দিয়েছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ।বৃহস্পতিবার (৯ মার্চ) যুবলীগের দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান মাসুদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে যুবলীগ জানায়, পঞ্চগড়ে বিএনপি-জামায়াতের প্রত্যক্ষ মদদে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের প্রতিবাদে এবং বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে দেশব্যাপী যুবলীগের এ শান্তি সমাবেশ।
শনিবার দেশের প্রতিটি জেলা ও মহানগরে (ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোণা, শেরপুর, কিশোরগঞ্জ জেলা ও ময়মনসিংহ মহানগর ব্যতীত) এ শান্তি সমাবেশ অনুষ্ঠিত হবে।
এর পরদিন রোববার ( ১২ মার্চ) দেশের প্রতিটি উপজেলা, থানা ও পৌরসভায় শান্তি সমাবেশ করবে যুবলীগ।